ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মধ্যে সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে নানান জনের নানা মত। তবে রাজনীতির ছায়া যেনো ছুঁতে পারেনি মোদির বোন ও যোগীর বোনকে। দেখা হতেই নির্দ্বিধায় একে অপরকে জড়িয়ে ধরলেন তারা। ভাইরাল হওয়া ভিডিওতে এমনটাই দেখা গেছে।
শুক্রবার উত্তরাখণ্ডের গারওয়ালে দেখা হয় মোদির বোন বাসন্তীবেন এবং যোগীর বোন শশীদেবীর। স্বামীর সঙ্গে গারওয়ালের নীলকান্ত মহাদেবের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বাসন্তীদেবী। এরপর ওই মন্দির থেকে তারা যান কোঠারি গ্রামের পার্বতী মন্দিরে।সেখানেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বোন শশীদেবীর সঙ্গে সাক্ষাৎ হয় বাসন্তীবেনের। দেখামাত্র পরস্পরকে জড়িয়ে ধরেন তারা। এর পরই মন্দিরের দিতে পুজো দিতে একসঙ্গে এগিয়ে যেতে দেখা যায় তাঁদের। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বিজেপি নেতা অজয় নন্দ ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদির বোন বাসন্তীবেন এবং মুখ্যমন্ত্রী যোগীর বোন শশীদেবী যেভাবে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেটাই ভারতের সংস্কৃতি, ট্র্যাডিশন। ভারতীয় সংস্কৃতিতেই এমন সহজভাবে পরস্পরকে আলিঙ্গন করা যায়।”