নাইজারের জান্তা সরকার বৃহস্পতিবার বলেছে, গত সপ্তাহের অভ্যুত্থানের পর তারা নিয়ামে ও ফ্রান্সের মধ্যে সামরিক চুক্তি বাতিল করেছে। খবর এএফপি’র।
অভ্যুত্থানকারীদের একজন বৃহস্পতিবার রাতে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেন, ‘ফ্রান্সের উদাসীন মনোভাব এবং এমন পরিস্থিতির ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়ার মুখে ন্যাশনাল কাউন্সিল ফর দ্যা সেফগার্ড অফ হোমল্যান্ড এই রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষার ব্যাপারে সহযোগিতা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’
গত ২৬শে জুলাই জেনারেল আবদুরাহমানে চিয়ানি এক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেন। প্রেসিডেন্ট বাজুম ক্ষমতায় এসেছিলেন ২০২১ সালে এক নির্বাচনে বিজয়ী হয়ে। ১৯৬০ সালে স্বাধীনতা অর্জনের পর এটিকে দেশটির প্রথম গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ ক্ষমতাবদল বলে বর্ণনা করা হচ্ছিল।