রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeখেলাধুলাএশিয়া কাপের দল নিয়ে যা জানালেন প্রধান নির্বাচক

এশিয়া কাপের দল নিয়ে যা জানালেন প্রধান নির্বাচক

এশিয়া কাপের পরই বিশ্বকাপ। বড় দুটি আসরের জন্য খেলোয়াড়দের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩২ জনের প্রাথমিক দলটা ছোট হয়ে আসবে আগামী সপ্তাহেই। বড় মঞ্চের জন্য ফিটনেসে জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। ৩ আগস্ট মিরপুরে ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে শুরু হবে কার্যক্রম।

জাতীয় দল গড়া নিয়ে রোববার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বললেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। একটা মান দেখার জন্য। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখে। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেবো। ওরাই স্কিল ট্রেনিং করবে এশিয়া কাপের জন্য।’

মিনহাজুল জানালেন, প্রাথমিক দল মিডিয়ায় প্রকাশ করা হবে না। ২১ থেকে ২২ জনের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সেখান থেকে কয়েকজন স্ট্যান্ডবাই থাকতে পারেন। তাদের তৈরি রাখা হতে পারে বিশ্বকাপের জন্য। জানা গেছে ১৫ জনের বাইরের দুজন ক্রিকেটারকে ভারত বিশ্বকাপে নিয়ে যাওয়া হতে পারে।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লন্ডনে আছেন চিকিৎসার কারণে। কোমরের চোট থেকে মুক্তি পেতে দুটি ইনজেকশন পুশ করা হয়েছে তার শরীরে। সুস্থ হয়ে তামিমের ফিরে আসার আশায় রয়েছেন প্রধান নির্বাচক, ‘মেডিকেল থেকে আমরা এখনো কোনো আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি একটা রিপোর্ট পাবো। আশা করছি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।’

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন