রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeজাতীয়চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনীতিতে ভূমিকা রাখতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্য-প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান আদান প্রদানে বাংলাদেশ-ভারত স্টার্টআপ ব্রীজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদেশে প্রচুর সম্ভবনা আছে, কর্মদক্ষ জনশক্তি রয়েছে।

এসময় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ উৎকর্ষতা এবং এ খাতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্টার্টআপ অ্যাওয়ার্ড দেওয়া হয় দশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।

জানা যায়, দেশে এখন স্টার্টআপের সংখ্যা আড়াই হাজার। তৈরি হয়েছে ১৫ লাখ কর্মসংস্থান। এছাড়াও ইকো সিস্টেমের ফলে বিদেশ থেকে বিনিয়োগ এসেছে নয়শ বিলিয়ন ডলার। স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি দেশীয় উদ্ভাবনী ব্যবসায়ীক পরিকল্পনা আরও শানিত করে উপস্থাপনের সুযোগ তৈরিতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয় স্টার্টআপ সামিট।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন