শনিবার , ২৯ জুলাই ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Niat
জুলাই ২৯, ২০২৩ ৩:১৭ অপরাহ্ন

চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনীতিতে ভূমিকা রাখতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্য-প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান আদান প্রদানে বাংলাদেশ-ভারত স্টার্টআপ ব্রীজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদেশে প্রচুর সম্ভবনা আছে, কর্মদক্ষ জনশক্তি রয়েছে।

এসময় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ উৎকর্ষতা এবং এ খাতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্টার্টআপ অ্যাওয়ার্ড দেওয়া হয় দশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।

জানা যায়, দেশে এখন স্টার্টআপের সংখ্যা আড়াই হাজার। তৈরি হয়েছে ১৫ লাখ কর্মসংস্থান। এছাড়াও ইকো সিস্টেমের ফলে বিদেশ থেকে বিনিয়োগ এসেছে নয়শ বিলিয়ন ডলার। স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি দেশীয় উদ্ভাবনী ব্যবসায়ীক পরিকল্পনা আরও শানিত করে উপস্থাপনের সুযোগ তৈরিতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয় স্টার্টআপ সামিট।

সর্বশেষ - ক্যাম্পাস