রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ আউটার স্টেশনের কাছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ লাইনচ্যুত হলে উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রোববার (২৫ জুন) ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে নগরীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গরু নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল ট্রেনটি। দুই দফা ট্রেনটি লাইনচ্যুত হলে উদ্ধার অভিযান চালানো হয়। পরে রোববার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ট্রেনটি আর ঢাকা যাচ্ছে না। ট্রাকে করে বিকল্প ব্যবস্থায় গরু ঢাকায় পাঠানো হচ্ছে।

রেলওয়ে পুলিশের এসআই দীপক চন্দ্র জানান, কোরবানির গরু বোঝাই ট্রেনটি শনিবার (২৪ জুন) রাত দেড়টার দিকে ময়মনসিংহ জংশন ছেড়ে যাবার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে রোববার সকাল ৭টা ৫০ মিনিটে উদ্ধার কাজ শেষ করে ট্রেনটি ছাড়লে ৫ মিনিটের মধ্যে ফের দুটি চাকা লাইনচ্যুত হয়।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন