শুক্রবার , ১৯ মে ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

ইরানে সরকার বিরোধী বিক্ষোভে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিবেদক
Abdullah Al Niat
মে ১৯, ২০২৩ ৮:৫২ অপরাহ্ন

গত বছর দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটিতে এখন পর্যন্ত মোট সাতজন বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে ইসফাহানে তিন নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে এই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মজিদ কাজেমি, সালেহ মিরহাশেমি ও সাঈদ ইয়াকুবি। গত ১৬ নভেম্বর মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিক্ষোভের পর তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির বিপ্লবী আদালত কাজেমি ও আরও দুইজনকে ‘ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতার’ অভিযোগে দোষী সাব্যস্ত করে। চার দিনের বিচারের পর জানুয়ারিতে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ইরানে পুলিশ হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, তারা অন্যায্য বিচার ও নির্যাতনের শিকার হয়েছে। গত ডিসেম্বর থেকে ইরানে আরও চার বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। আরও এক ডজন লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইরানে পুলিশ হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়। ভুলভাবে হিজাব পরার অভিযোগে গত সেপ্টেম্বরে তেহরানের নৈতিকতা পুলিশ তাকে আটক করে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাদের গুম করা হয়, তারপর নির্যাতন করা হয় এবং মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়।

ইরানে পুলিশ হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়। ভুলভাবে হিজাব পরার অভিযোগে গত সেপ্টেম্বরে তেহরানের নৈতিকতা পুলিশ তাকে আটক করে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাদের গুম করা হয়, তারপর নির্যাতন করা হয় এবং মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস