বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের (ফারুক) মরদেহ আগামীকাল ঢাকায় পৌঁছাবে।
মরদেহ নিয়ে আগামীকাল ভোড় সাড়ে ৫টায় রওনা হবে ফারুকের পরিবার। সিঙ্গাপুর থেকে সোমবার দুপুরে ফারুকের মেয়ে ফারিয়া তাবাসসুম পাঠান গণমাধ্যমকে বলেন, আমরা কাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় রওনা হবো। হয়তো ৮টার মধ্যেই পৌঁছে যাবো।
গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানিয়ে ফারিয়া বলেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমালিয়া ইউনিয়নে বাবাকে দাফন করা হবে। তবে জানাজার নামাজের বিষয় এখনো পারিবারিক কোনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ফারুক মারা যান।
তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতা নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।