রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeখেলাধুলাম্যাচটা ছিল কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষার: সাকিব

ম্যাচটা ছিল কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষার: সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ওয়ানডে, টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজে জয় পেয়েছে টাইগাররা। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, এই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার চেষ্টা করেছেন তারা।

টেস্ট অধিনায়ক সাকিব বলেছেন, ‘সাধারণত আমরা এমন উইকেটে খেলি না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। ভালো লড়াই করেছে। তাইজুল খুবই ভালো বোলিং করেছে। দ্বিতীয় ইনিংসে পেসাররা ভালো করেছে। আমি মনে করি, অনেক জায়গায় উন্নতির সুযোগ আছে আমাদের।’

দুই ইনিংসে মাত্র ১৬ ওভার বোলিং করা সাকিব বলেছেন, ‘ম্যাচটা ছিল আমাদের জন্য কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষার ভালো সুযোগ। আমরা চেষ্টা করেছি। কিছু জায়গায় কাজ করেছে, কিছু করেনি। আমি মনে করি, আমরা অনেক ইতিবাচক ছিলাম। উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাটিং করার চেষ্টা করেছি।’

টেস্ট শুরুর আগে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট থেকে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা দেওয়া হয়েছিল। সাকিব, লিটন দাস, মুশফিকুর রহিমরা আক্রমণাত্মক ক্রিকেটই খেলেছেন। সাকিবের মতে, ম্যাচটা ছিল তাদের এপ্রোচ পরিবর্তনের। সেটা তারা পেরেছেন।

টি-২০ ও টেস্ট অধিনায়ক বলেছেন, ‘এই ম্যাচে আমাদের এপ্রোচ কেমন হয় সেটা দেখতে মুখিয়ে ছিলাম। এই ম্যাচে সেটা প্রয়োগ করা গেছে। এটাকে (মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট) টেস্টের জন্য আদর্শ উইকেট বলছি না, তবে ব্যাটিং করার জন্য ভালো উইকেট ছিল।’

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন