বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeসারা বাংলাকাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ২

কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ২

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ডভ্যানের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ ইলিয়াছ (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। সোমবার উপজেলার মিয়াবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াছ পিকআপচালক ও চট্টগ্রামের ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার একটি কাভার্ডভ্যানের পেছনে চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দমুড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন পিকআপচালক মোহাম্মদ ইলিয়াছ। আহত হন ২। তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসাইন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন