রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeখেলাধুলারেকর্ডের ম্যাচে রোনালদোর জোড়া গোল, পর্তুগালের দুর্দান্ত জয়

রেকর্ডের ম্যাচে রোনালদোর জোড়া গোল, পর্তুগালের দুর্দান্ত জয়

কাতার বিশ্বকাপের বিষাদমাখা স্মৃতি ভুলে ফুটবলকে বেশ ভালোভাবেই উপভোগ করছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলে নিজের দক্ষতা দেখানোর পাশাপাশি দেশের জার্সিতেও সরূপে ফিরেছেন তিনি। যার প্রমাণ মিললো লিসবনে বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে। এদিন লিখটেনস্টাইনের বিপক্ষে পর্তুগাল জয় পায় ৪-০ গোলের বড় ব্যবধানে। যেখানে সিআরসেভেন একাই করেছেন জোড়া গোল।

বিশ্বকাপ ব্যর্থতার পর জাতীয় দলের জার্সিতে রোনালদোকে আর পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা জেগেছিলো। তবে পর্তুগিজদের নতুন কোচ রবার্তো মার্টিনেজের কিংবদন্তীকে চিনতে ভুল করেননি। নতুন দায়িত্ব নেওয়া বেলজিয়ামের সাবেক এই কোচের ঘোষিত প্রথম স্কোয়াডেই দেখা যায় সিআরসেভেনের নাম। কোচের আস্থার প্রতিদান দিতেও দেরি করলেন না আল-নাসর তারকা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়ার উপলক্ষে জোড়া গোলে নিজের ক্যারিয়ারকে রাঙিয়ে নিলেন রোনালদো। তার রেকর্ডময় রাতে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শুভসূচনা পেলো সাবেক চ্যাম্পিয়নরা।

লিখটেনস্টাইনের বিপক্ষে এই ম্যাচে মাঠে নেমে কুয়েতের বাদের আল মুতাওয়াকে ছাড়িয়ে পুরষ আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন রোনালদো। ১৯৭ ম্যাচ খেলে বর্তমানে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। একইসঙ্গে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। জাতীয় দলের জার্সি গায়ে তার মোট গোলের সংখ্যা ১২০টি।

কাতার বিশ্বকাপের পর পর্তুগালের ঘুরে দাঁড়ানোর ম্যাচের শুরুটা হলো স্বপ্নের মতো। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরা পর্তুগালের সাফল্য পেতেও খুব একটা অপেক্ষা করতে হলো না। ম্যাচের অষ্টম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের কর্নার পাঞ্চ করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি লিখটেনস্টাইন গোলরক্ষক। বক্সের বাইরে বল পেয়ে যান কানসেলো। তার শটে বল এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়।

 

ম্যাচের ২৩তম মিনিটে গোলের সুযোগ মিস করেন রোনালদো। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে জয়ের পথে এগিয়ে যায় পর্তুগাল।

৪৭তম মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে প্রথমটি করেন বার্নার্দো সিলভা। খানিক পর কানসেলো বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট-কিকে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো। ৫৮তম মিনিটে আবার সফরকারীদের জালে বল পাঠান রোনালদো, তবে এবার অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

 

অফসাইডে গোল ভেস্তে যাওয়ার পর পাঁচ মিনিট পর ফ্রি-কিকে ঠিকই নিজের দ্বিতীয় গোল পেয়ে যান রোনালদো। বক্সের ঠিক বাইরে থেকে পর্তুগিজ মহাতারকার বুলেট গতির শর্ট ঠেকানোর ক্ষমতা ছিলো না লিখনেস্টাইন গোলরক্ষকের। পর্তুগালের একচেটিয়া আধিপত্যের ম্যাচে শেষ পর্যন্ত আর গোল হয়নি। ৪-০ গোলের বড় ব্যবধানে জয়ে ইউরো বাছাইয়ে দাপুটে শুরু পেলো রোনালদোর দল।

 

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Abdullah Al Niat
Abdullah Al Niat
স্বপ্ন আকাশ ছোয়া� গন্তব্য বহুদূর � বর্তমানে সাংবাদিক চর্চায় ব্রত �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন