বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে ইস্ট লন্ডনে বৃষ্টির দাপটে মাঠেই নামতে পারেনি দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।
এমনকি টস করাও সম্ভব হয়নি। স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে খেলা শুরুর কথা ছিলো। বৃষ্টির কারণে বিকেল ৪টা ৩৫ মিনিটে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।
রোববার (১৮ মার্চ) একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ।