নাকডাকা ঘুম, নাকে রেখে কথা কিংবা ন্যাকা কান্নার সবকিছুইতেই কাজে আসে নাক।
নাক, মানবদেহের গুরুত্বপূর্ণ এক অঙ্গ। শ্বাস-প্রশ্বাসের কাজ ছাড়াও নাক দিয়েই নেওয়া হয় পৃথিবীর সব ঘ্রাণ।
সুগন্ধ বা দুর্গন্ধ বুঝেই কোনটি গ্রহণ বা কোনটি বর্জন করতে হবে বিবেচনা করা হয়।
আবার মুখের কথা কিংবা সুর সৃষ্টিতেও নাকের ভূমিকা রয়েছে।
এছাড়া নাকডাকা ঘুম, নাকে রেখে কথা কিংবা নাকা কান্নার সবকিছুইতেই কাজে আসে নাক।
এমনকি নারীদের অলংকার পরিধানের অঙ্গও এটি। নাকফুল পরার সৌন্দর্য নিয়ে হয়েছে বহু সাহিত্য।
অন্যদিকে কারো কোনো কিছুতে নাক গলানোতো আছেই!
সবমিলিয়ে এই অঙ্গের গুরুত্ব অপরিসীম। কিন্তু নাক পরিস্কারের গুরুত্ব ঠিক কতটা!
নিয়ম করে হাত ধোয়া, মুখ ধোয়ার মতো স্বাস্থ্যবিধি নিয়ে যত আগ্রহ, ঠিক ততটাই অনাগ্রহ এই নাক নিয়ে।
কিন্তু নাকে প্রতিদিন জমে থাকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অসংখ্য রকমের স্বাস্থ্যহানিকর ময়লা। এসব থেকে হয় বড় অসুখও।
নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ, নাক ডাকা, নাক চুলকানো, শ্বাসকষ্ট, সর্দি, হাঁচি-কাশি—কত সমস্যা।
যারা ভুগছেন তারাই জানেন এর যন্ত্রণা।
এত কথা যে কারণে সেটি হলো বিশ্ব নোজ ডে শনিবার (১১ মার্চ)।
ক্লিয়ার নামক যুক্তরাষ্ট্রের একটি নাক ও মুখের যত্নের পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের উদ্যোগে ২০২১ সালে দিবসটির চল শুরু হয়।
তাই নাক দিবস উপলক্ষে হলেও দিনটিতে নাক পরিষ্কার করতে পারেন! খবরঃ ঢাকা ট্রিবিউন