নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ‘মায়া’ সিনেমার নায়িকা হচ্ছেন পূজা চেরি— গণমাধ্যমে এমনটি জানিয়েছিলেন । তবে এ সিনেমায় পূজা থাকছেন না। কারণ হিসেবে নায়িকা বলছেন, গল্প পছন্দ হয়নি তার। অথচ কয়েক মাস আগে ‘মায়া’র গল্প শুনেই তিনি মুগ্ধ হয়েছেন বলে বক্তব্যও দিয়েছিলেন। সেই পূজাই এখন ভিন্ন কথা বলছেন কেন?
এই দুই তারকার ঘনিষ্ঠজনেরা বলছেন, কারণটা সরল করে বললে এমন—পূজা শাকিব খানকেই ছাড়তে চলেছেন। শাকিবের সঙ্গে তাকে ঘিরে গড়ে ওঠা গুজব থেকে মুক্তি চাইছেন এ নায়িকা। সেই কারণে জাজ মাল্টিমিডিয়ার কাছে ‘ক্ষমা’ চেয়ে ফিরে গেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটিতে।