মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

প্রথম সিনেমা মুক্তির আগেই মারা গেলেন তরুণ নির্মাতা

প্রতিবেদক
Hasan al Sakib Sakib
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ন
প্রথম সিনেমা মুক্তির আগেই মারা গেলেন তরুণ নির্মাতা

কেরালার তরুণ চলচ্চিত্র নির্মাতা জোসেফ মনু জেমস আর নেই। গত শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি) এনার্কুলাম জেলার আলুভারের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।নির্মাতা মনুকে হাসপাতালে নেয়া হলে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন বলে জানা যায় হিন্দুস্তান টাইমসের খবর থেকে।

ভারতীয় একাধিক গনমাধ্যম সূত্রে যানা যায়, ৩১ বছর বয়সী এই পরিচালকের প্রথম সিনেমা ‘ন্যান্সি রানি’। এতে অভিনয় করেছেন অহনা কৃষ্ণ ও অর্জুন অশোকন। এটি শিগগিরই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু প্রথম সিনেমা মুক্তির আগেই মৃত্যু হলো তার।

জানা যায়, সিনেমাটি বর্তমানে পোস্ট প্রোডাকশনের পর্যায়ে ছিল। এতে আরও অভিনয় করেছেন অজু ভার্গিস, শ্রীনিবাসন, ইন্দ্রানস, সানি ওয়েন, লেন, লালদের মতো তারকারা। মনু জেমসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রী অহনা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন মনু। আপনার সঙ্গে আমার এমনটা হওয়া উচিত হয়নি।’

উল্লেখ্য, ২০০৪ সালে সাবু জেমসের ‘আই অ্যাম কিউরিয়াস’ সিনেমায় একজন শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মনু। এরপর মালয়ালম ও কন্নড় সিনেমায় কাজ করেন। পরবর্তীতে সহ-পরিচালক হিসেবে কাজ করতে থাকেন। পরিচালকের শেষকৃত্য গত ২৬ ফেব্রুয়ারি কোট্টায়ামের কুরাভিলাঙ্গাদের একটি গির্জায় অনুষ্ঠিত হয়। তার স্ত্রীর নাম মনু নয়না।

সর্বশেষ - রাজধানী