শনিবার , ৩১ ডিসেম্বর ২০২২ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

ফেনী নোয়াখালীতে সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের কে সংবর্ধনা

প্রতিবেদক
Mohammad Jouhan
ডিসেম্বর ৩১, ২০২২ ৬:৩১ অপরাহ্ন
ফেনী নোয়াখালীতে সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের কে সংবর্ধনা

 

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-

৩১ ডিসেম্বর, ২০২২ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক মন্দায় বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব পড়েছে। সংকট এখন দেশে দেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছেন।

আজ শনিবার দুপুর ১টার দিকে ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বৈশ্বিক পরিস্থিতির প্রতিক্রিয়ার সম্পর্কে বলেছি। সংকটকে সম্ভাবনার রূপ দিতে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। বিশ্ব সংকটকালে জ্বালানি, ডলার, রিজার্ভ নিয়ে আমরা ভাবছি।’

তিনি বলেন, পাকিস্তানে রিজার্ভ ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। সে তুলনায় ভালো আছি সংকটেও দিশেহারা হইনি, আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে সামনে রেখে অতি ডান আর অতি বাম রাজনৈতিক দল এক হয়েছে, তাদের লক্ষ্য হটাও শেখ হাসিনা। কিন্তু সরকার দেশকে একটি টেকসই পর্যায়ে এনেছে। জনগণ সরকারের পক্ষে।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে ৩৩ দলের জোট হয়েছে। কিন্তু অতিকাংশই ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে মাঠে সংঘাত করে লাভ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। নির্বাচনে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের উসকানিমূলক অপতৎপরতা, সরকার পতনের দিবা স্বপ্ন সফল হবে না। আমরা বিশ্বাস করি তারা নির্বাচনে আসবে সব নিবন্ধিত দলকে আমরা স্বাগত জানাই।

বাংলাদেশে মেট্রোরেল প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার দেশকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে চলেছে। মেট্রোরেলের ভাড়া বেশি বলছেন যারা, তারা বাস্তবতার নিরিখে কথা বলছেন না। ঢাকা শহরে এখন রিকশায় উঠলেই ২০ টাকা গুনতে হয়।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ

ক্যাডেট কলেজ চত্বর থেকে শুরু করে শহরের সালাউদ্দিন মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথে হাজারো নেতা–কর্মী সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাঁদের প্রিয় নেতা ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

আজ দুপুর সাড়ে ১টার দিকে ওবায়দুল কাদের হেলিকপ্টারে ফেনী গার্লস ক্যাডেট কলেজের মাঠে এসে নামেন। তারপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে ফেনী জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংবর্ধনা নিয়ে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন। এই এসময় ফেনীর দাগনভূইঞায় দিদারুল কবির রতন এর নেতাকর্মীরা মন্ত্রী মহোদয় কে ফুলের শুভেচ্ছা জানানোর পরে নিজ বাড়ির উদ্দেশ্য রওয়ানা হন।সেখানে তিনি পারিবারিক একটি অনুষ্ঠানে যোগদান করেন।

সর্বশেষ - রাজধানী

আপনার জন্য নির্বাচিত
আ.লীগ-বিএনপি গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মুজিবুল হক চুন্নু

আ.লীগ-বিএনপি গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মুজিবুল হক চুন্নু

বৃষ্টিতে ভিজে নৌকা ভ্রমণে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ময়মনসিংহে বাস-পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে আবারও বেড়েছে ডিমের দাম

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে আবারও বেড়েছে ডিমের দাম

পাম্পে প্রেমিকাকে জিম্মায় রেখে পেট্রোল নিলেন প্রেমিক

সাংবাদিকদের ‘বাপের জুতা পরা ছবি’ চান কাজী সালাউদ্দিন, পরে চাইলেন ক্ষমা

হারিয়ে যাওয়া দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

হারিয়ে যাওয়া দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

যশোরে মাছের ঘের শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

যশোরে মাছের ঘের শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

রাত পোহালেই ভোট, ছাত্রলীগ নেতার ভাই গুলিবিদ্ধ

রাত পোহালেই ভোট, ছাত্রলীগ নেতার ভাই গুলিবিদ্ধ

রাজধানীতে রাজারবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

রাজধানীতে রাজারবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত