স্টাফ রিপোর্টার
রংপুরে বিজয় দিবসে সাইক্লিস্টরা বিজয় রাইড আয়োজন করে বিজয়ের আনন্দে দিনটি পালন করে। লাল–সবুজের পোষাকে নিজেকে সাজিয়ে সাইকেল নিয়ে রাস্তায় নামেন। সব বয়সী নারী–পুরুষ যোগ দেন এই রাইডে। বিশেষ এই রাইডের নাম দেওয়া হয়েছে ‘সেইলর বিজয় রাইড ২০২২’।
১৬ ডিসেম্বর শুক্রবার রংপুরে ৫ম বারের মতো বিজয় রাইড অনুষ্ঠিত হলো। একসাথে সাইকেল চালিয়েছে শতাধিক সাইক্লিস্টস সকাল ১০ টায় এই রাইড টি শুরু করে ডিসি মোড়ের বঙ্গবন্ধু চত্বর থেকে। চেকপোস্ট হয়ে প্রায় ১৫ কিলোমিটার চালানোর পর শেষ করে জাহাজ কোম্পানী মোড়ে।
তরুণ-যুবক এবং বয়স্ক সবার অংশগ্রহণে সাইক্লিষ্টদের এই মিলনমেলা ছিল অভূতপূর্ব। সেইলর এবং রংপুর সাইক্লিস্টসরা স্বাস্থ্য ও পরিবেশের মধ্যে সাইক্লিংয়ের গুরুত্ব তুলে ধরতে আয়োজনটি করেছে।
সেইলর সবসময় সমাজ এবং যুব উন্নয়ন সঙ্গে কাজ করে থাকে l পাশাপাশি সবাই লাল-সবুজে সেজে, পতাকা নিয়ে এই রাইডের মাধ্যমে আমাদের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সবার শেষে সাইক্লিস্টসদের নিজের অনুভূতি প্রকাশের মাধ্যমে শেষ হয় রাইড টি। এই রাইডে সার্বিক সহযোগিতায় ছিলেন দেশের জনপ্রিয় লাইফস্ট্যাইল ব্রান্ড সেইলর।