উরুগুয়েতে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজিত হয়। সেবার আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে ট্রফি জিতে নিজেদের ঘরেই রেখে দেয় স্বাগতিকরা। সেই থেকেই এই ফুটবল বিশ্বকাপের যাত্রা। সারা বিশ্বের ফুটবল প্রেমীরা অধির আগ্রহে অপেক্ষায় থাকে চার বছর পর পর এই বিশ্ব আসর উপভোগ করার জন্য।
এ পর্যন্ত অনুষ্ঠিত ২১টি আসরে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে। বর্তমান শিরোপাধারী চ্যাম্পিয়ন ফ্রান্স। এবারো কি স্বপ্নের বিশ্বকাপ ফ্রান্সের কাঁধে উঠবে ? নাকি আর্জেন্টিনার কাঁধে উঠে মেসিকে স্বপ্নের বিশ্বকাপ ছোঁয়ার অনুভূতি দিবে।
কাতার বিশ্বকাপ ২০২২ সালে আর্জেন্টিনা বনাম ফ্রান্স এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর রাত ৯টায়।
আর্জেন্টিনা
বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত মাত্র দুটিতে জিতে শিরোপা জয় করে আর্জেন্টিনা। ১৯৭৮ সালের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে ৩-১ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারায় তারা। এরপর মাত্র ৮ বছর পর ১৯৮৬ সালের আসরে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে নিজেদের দ্বিতীয় ও এখন পর্যন্ত শেষ শিরোপা জিতেছে আর্জেন্টাইনরা।
ফ্রান্স
১৯৯৮ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম শিরোপাটি জিতে ফ্রান্স। এরপর ২০১৮ সালে ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ২য় এবং সর্বশেষ অনুষ্ঠিত ২০১৮ সালের ট্রফিও নিজেদের ঘরে তুলে নেন তারা।
Sangbad post
Abdullah Al Niat/Sub-editor