শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারা বাংলারসিক নির্বাচন ; ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শিপলুর মনোনয়ন বৈধ

রসিক নির্বাচন ; ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শিপলুর মনোনয়ন বৈধ

 

স্টাফ রিপোর্টারঃ

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকারিয়া আলম শিপলুর মনোনয়ন বৈধ ঘোষণার আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট ।

সেই সাথে গত ১ডিসেম্বর বাছাই কালে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২২ এর রির্টানিং কর্মকর্তার দেয়া আদেশ টি বাতিল করেছেন।

এর আগে জাকারিয়া আলম শিপলু গত ২৯ নভেম্বর রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ১৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেন। গত ১ডিসেম্বর মনোনয়ন পত্র বাচাই কালে রির্টানিং কর্মকর্তা আব্দুল বাতেন মনোনয়ন পত্র টি বাতিল করেন। এই আদেশে সংক্ষুবদ্ধ হয়ে গত ৩ ডিসেম্বর তিনি আপীল দায়ের করেন।তবে সেখানেও তাঁর আপীল আবেদনটি বাতিল করা হয়।অবশেষে হাইকোর্ট আপীল আবেদন টি গতকাল রোববার (১১ ডিসেম্বর) মঞ্জুর করে। প্রার্থীতা ফিরে পাওয়ায় তার ভোটার ও সমর্থকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে রোববার রাতে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফেরার সঙ্গে সঙ্গে তাঁর সমর্থক ও ভোটারা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এসময় জাকারিয়া আলম শিপলু বলেন,সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমার মনোনয়ন বৈধ হয়েছে। আমি নির্বাচনে মাঠে ফিরে এসেছি।আমার অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ গুলো শেষ করে একটি মডেল ওয়ার্ড উপহার দিতে চাই।এজন্য সকলের পূর্ণ সমর্থন ও ভালোবাসা প্রয়োজন বিগত দিনের মতো।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন