নাম: নাফিউন নাহার লাবণ্য
ইডেন মহিলা কলেজ
সেশন:২০১৩-২০১৪
বিভাগ: বাংলা সাহিত্য
জেলা:কুড়িগ্রাম।
তার সঙ্গে কথা হলে তিনি সংবাদ পোস্টকে তার এই আবেগময় সমাবর্তন অনুভূতি প্রকাশ করেন।
আমার কন্যার নাম: ইনায়া সেহরিশ দু’আ
অনুভুতি : দীর্ঘ ৮ বছরের গল্পের সমাপ্তি হলো ৫৩ তম সমাবর্তনের মাধ্যমে,এই লম্বা পথের কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত হওয়ার প্রসেসিং সেশন জট,কোভিড কালিন পেন্ডামিক সিচুয়েশনে ইত্যাদি ,তবে যাই হোক আমি কল্পনাতেও ভাবতে পারি নি আজ থেকে ২ বছর আগেও ,যে এই দিনে আমার মেয়েও আমার সাথে সমাবর্তন করবে,বিষয় টি আমার জন্য অতি আবেগের আর আনন্দের।
গত কাল কনভোকেশন প্যান্ডেলে একমাত্র আমার বেবি ছিলো,সে রিতিমত,কয়েক ঘন্টার জন্য সেলিব্রিটি বেবি হয়ে গিয়েছিলো,সবাই খুব আদর করছিলো আর ওর সাথে ছবি তুলছিলো।দু’আও খুব আনন্দিত ছিল ,ও সবার একই রকম পোশাকে সবাইকেই ওর মা ভাবছিলো হয়তো।
ভার্চুয়াল কনভোকেশন হওয়ার কারণে আমরা সাত কলেজের সকল শিক্ষার্থী ১০০% সন্তুষ্ট হতে পারি নি,আমরাও চাই আমাদের আলাদা করে প্রোগ্রাম হোক চ্যান্সেলর গেস্ট হিসেবে আসুন।
সমাবর্তন আসলে সকল শিক্ষার্থীদের স্বপ্ন,ওই পোশাকে সম্মান অর্জন করার তাই আমার স্বামীর চাকরি সুত্রে চট্টগ্রামে থাকা সত্তেও ৪ মাস ২১ দিনের বেবিকে নিয়ে ছুটে এসেছি সমাবর্তনে অংশ গ্রহন করতে।
মা ও মেয়ের স্বর্গীয় অনুভূতি প্রকাশ করেন।