রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeখেলাধুলাকাফু বলছেন, এবারের বিশ্বকাপে নেইমার নির্ভর নয় ব্রাজিল

কাফু বলছেন, এবারের বিশ্বকাপে নেইমার নির্ভর নয় ব্রাজিল

বিশ্বকাপে সবসময়ই অন্যতম ফেবারিট দলটির নাম ব্রাজিল। এবার কাতার বিশ্বকাপে এই ব্রাজিল কার ওপর নির্ভর করে শিরোপা জয়ের মিশনে ঝাঁপিয়ে পড়বে। ২০০২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু মনে করেন, এবারও বিশ্বকাপে ব্রাজিল দলের সবচেয়ে বড় ভরসার নাম নেইমার। তবে, পুরো দল কিন্তু নেইমার নির্ভরশীল নয় বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

আর মাত্র দুই সপ্তাহ পরই বাজবে কিক অফের বাঁশি। বিশ্বকাপ আসন্ন, সুতরাং এরই মধ্যে পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। কোন দল ট্রফি জিতবে, কারা চমকে দেবে, এসব নিয়ে হিসাব-নিকাশ শুরু হয়েছে অনেক আগে থেকেই। বিশ্বকাপের আগে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতাকে তাতিয়ে গেলেন কাফু।

পুলিশ এবং ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় এসেছেন কাফু। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনের পাশাপাশি একটি প্রদর্শনী ম্যাচও খেলবেন তনি।

তার আগে কলকাতার নিউটাউনের একটি হোটেলে শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় বিশ্বকাপের একটি রেপ্লিকাও ছিল তার হাতে। কথা বললেন পর্তুগিজ ভাষাতেই। তা ইংরেজিতে অনুবাদ করে দেন অন্য একজন।

কাফু শুরুতেই বলে দেন, এবারের বিশ্বকাপে ব্রাজিল চমকে দিতে পারে। এমনকি ট্রফিও জিততে পারে। কারণ দলটা আর নেইমার নির্ভরশীল নয়। কাফুর ভাষায়, ‘আপনারা যদি চার বছর আগে আমাকে জিজ্ঞাসা করতেন, তখন বলতাম দলটা নেইমারের উপর দাঁড়িয়ে। এখন আর সে কথা বলতে পারছি না। কারণ এই দলে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকুয়েতা, ফ্রেডের মতো ফুটবলার রয়েছে। ওদের ক্ষমতা আছে ব্রাজিলের হয়ে সেরাটা দেওয়ার। এবার ব্রাজিল একদম আলাদা দল।’

বিশ্বকাপের সময় পরিবর্তন হওয়ায় ফুটবলের মান ভাল হবে বলে মনে করছেন কাফু। অন্যবার ক্লাব ফুটবল শেষ হওয়ার পর ক্লান্ত অবস্থায় ফুটবলাররা বিশ্বকাপে খেলতে আসতেন। এবার ক্লাব ফুটবলের মাঝে বিশ্বকাপ পড়ায় ভাল খেলতে পারেন তারা।

কাফু বলেছেন, ‘সাধারণত বিশ্বকাপ জুনে শুরু হয়। এবার নভেম্বরে হচ্ছে। আগে বিভিন্ন দেশের লিগ শেষ হওয়ার পর ফুটবলাররা দেশের হয়ে খেলতে যেত। ক্লান্ত হয়ে পড়ত। এবার প্রত্যেকে খেলার মধ্যেই রয়েছে। লিগের মাঝেই দেশের হয়ে খেলতে যাচ্ছে। অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নামবে সবাই।’

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন