ভারতের বিরুদ্ধে জয়ের জন্য দরকার ১৮৫ রান। এমন বড় টার্গেট তাড়া করতে নেমে দারুন শুরু করেছে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬০ রান।
চলতি বছর ওপেনিংয়ে সর্বোচ্চ সংগ্রহ পেল সাকিব বাহিনী।
২১ বলে ফিফটির দেখা পেয়েছেন লিটন দাস। তার ব্যাটে ভর করে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে আসে ৬০ রান।
তবে বৃষ্টির কারণে এ মুহূর্তে খেলা বন্ধ রয়েছে। লিটন দাসের ঝড় থামাতে পারছিলেন ভারতীয় কোনো বোলার।
সেটা থামাল বৃষ্টি। খেলা আপাতত বন্ধ। ৭ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬৬। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে এই সময়ে বাংলাদেশের প্রয়োজন ৪৯ রান।
সাকিব আল হাসানের দল ১৭ রানে এগিয়ে।