বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
spot_img
Homeচট্রগ্রামআওয়ামী লীগের মেয়র প্রার্থীর হয়ে প্রচারণায় দুই নির্বাচনী কর্মকর্তা

আওয়ামী লীগের মেয়র প্রার্থীর হয়ে প্রচারণায় দুই নির্বাচনী কর্মকর্তা

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইসমাইল হোসেনের পক্ষে প্রচারণায় নামার অভিযোগ উঠেছে দুই নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে।

তারা হলেন- সহকারি প্রিজাইডিং অফিসার আবদুল্লাহ আল মামুন এবং পোলিং অফিসার শারমিন আকতার। মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করায় দুই নির্বাচনী কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। সাথে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘এক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় দুই নির্বাচনী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এরই মধ্যে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর তাদের বিষয়ে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করা হবে। ’

জানা যায়, ফটিকছড়ি পৌরসভার নির্বাচনের দায়িত্ব পাওয়া সহকারী প্রিজাইডিং অফিসার আব্দল্লাহ আল মামুন এবং পোলিং অফিসার শারমিন আকতার আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. ইসমাইল হোসেনের প্রচারণায় অংশগ্রহণ করেন।

তাদের প্রচারণার বিষয়টি নজরে আসলে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে। পরে তাদের কারণ দর্শানোর নোটিশ করে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন