শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeচট্রগ্রামহাত কাটা কবির ডাকাত সহ ৪ ডাকাত ও সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

হাত কাটা কবির ডাকাত সহ ৪ ডাকাত ও সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- পুলিশ সুপার, ফেনীর নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার, সোনাগাজী সার্কেল এর সার্বিক তত্বাবধানে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ নুরুল ইসলাম, এসআই(নিঃ)/ফখরুল ইসলাম, এসআই(নিঃ)/মোঃ মহসিন, এসআই(নিঃ)/মোঃ শহীদ উল্যা গনের সমন্বয়ে গঠিত  দাগনভূঁঞা থানার তিনটি টিমে বিভক্ত হয়ে দাগনভূঁঞা থানা এলাকায়, নোয়াখালী, সোনাগাজী ও ঢাকায় অভিযান পরিচালনা করিয়া ৪ জন ডাকত ও সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করেন দাগনভূঞা থানা পুলিশ।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন, দাগনভূঞা সেকান্দারপুর এর দীন মোহাম্মদ এর ছেলে শহিদ রানা(৩২)।আজিজ ফাজিলপুর এর মো: মোস্তফার ছেলে হাত কাটা কবির( ৫০)। সেনবাগ থানার দক্ষিণ রাজারামপুর গ্রামের শফি উল্যার ছেলে হায়দার হোসেন সুজন( ৩৬)। সোনাগাজী থানার পূর্ব মহেশ্বর গ্রামের নুর আলমের ছেলে মামুনুর রশিদ প্রকাশ মামুন(২৮)।

দাগনভূঞা থানা সূত্রে জানা যায়,  গ্রেফতারকৃত আসামী শহিদ রানা(৩২) গতকল্য ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন এবং তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাপর আসামীদেরকে গ্রেফতার করাসহ ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অদ্য অন্যান্য আসামীদেরক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম ফেনীর সংবাদ কে জানান, কবির আহম্মদ প্রঃ দুই হাত কাটা কবির এর বিরুদ্ধে মোট ১৫টি মামলাসহ অপরাপর আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উক্ত আসামীরা সংঘবদ্ধ হয়ে ফেনী জেলা ও নোয়াখালী জেলার বিভিন্ন মহাসড়কে ডাকাতিসহ ছিনতাই করিয়া থাকে। এইছাড়াও দাগনভূঁঞা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া দুটি সাজাপ্রাপ্ত আসামী সহ জিআর ও সিআর ৫টি ওয়ারেন্টভুক্ত আসামীদরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন