রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeখেলাধুলাআর্থিক পুরস্কারে ভারত বিশ্বকাপই এগিয়ে

আর্থিক পুরস্কারে ভারত বিশ্বকাপই এগিয়ে

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গতকাল আর্থিক পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। ১৬ দলের এই টুর্নামেন্টে মোট পুরস্কার ৫৬ কোটি ৪৫ লাখ টাকা। গত বছর ওমান-আরব আমিরাতে অনুষ্ঠিত সপ্তম আসরেও আর্থিক পুরস্কার একই ছিল। তবে অর্থের হিসেবে সব আসরকে ছাড়িয়ে গেছে ভারত। ২০১৬ সালে দেশটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে আর্থিক পুরস্কার ছিল ৯৬ কোটি ৯০ হাজার টাকা। এর দুই বছর আগে বাংলাদেশে অনুষ্ঠিত আসরে দলগুলোকে মোট ৩০ কোটি ৭০ লাখ টাকা দিয়েছিল আইসিসি।

মোট পুরস্কার (টাকায়)

চ্যাম্পিয়ন    ১৬ কোটি ২০ লাখ
রানার্স আপ    ৮ কোটি ১০ লাখ
সেমিফাইনালিস্ট    ৮ কোটি ১০ লাখ
সুপার টুয়েলভে জয়ী    ১২ কোটি
সুপার টুয়েলভে বাদ    ৫ কোটি ৬৫ লাখ
প্রথম পর্বে ম্যাচ জয়ী    ৪ কোটি ৮০ লাখ
প্রথম পর্ব থেকে বাদ    ১ কোটি ৬০ লাখ
সর্বমোট    ৫৬ কোটি ৭৫ লাখ

       আগের ৩ আসরে মোট
           আর্থিক পুরস্কার

    আসর     আয়োজক    পুরস্কার  (টাকায়)
২০২১    ওমান-আমিরাত    ৫৬ কোটি ৭৫ লাখ
২০১৬    ভারত    ৯৬ কোটি ৯০ লাখ
২০১৪    বাংলাদেশ    ৩০ কোটি ৭০ লাখ

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন