রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeশিক্ষাহাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগারের বায়োলজি ইউনিটের নতুন পরিচালক ড. ইয়াছিন

হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগারের বায়োলজি ইউনিটের নতুন পরিচালক ড. ইয়াছিন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় গবেষণাগারের মলিকিউলার বায়োলজি ইউনিটের ইনচার্জ পদে নিযুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াছিন প্রধান। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী,  ২২ সেপ্টেম্বর থেকে মলিকিউলার বায়োলজি ইউনিটের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মো. ইয়াছিন প্রধান ।কেন্দ্রীয় গবেষণাগারের এই ইউনিটের আওতায় ৫ টি অনুষদের ২৪ টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন গবেষণার সুযোগ।

মলিকিউলার বায়োলজি ইউনিটের নবনিযুক্ত ইনচার্জ ড. মো. ইয়াছিন প্রধান বলেন, মাননীয় উপাচার্য মহোদয় এ  বিশ্ববিদ্যালয়ে  যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের গবেষণা কে ত্বরান্বিত করার লক্ষ্যে নানাবিধ  উদ্যোগ গ্রহণ করেছেন। কেন্দ্রীয় গবেষণাগার স্থাপন তার মধ্যে অন্যতম। আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ইউনিটের দায়িত্ব প্রদান করায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, গত ১৩ মার্চ বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগারের উদ্বোধন করেন।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Abdullah Al Niat
Abdullah Al Niat
স্বপ্ন আকাশ ছোয়া� গন্তব্য বহুদূর � বর্তমানে সাংবাদিক চর্চায় ব্রত �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন