রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাকিশোরগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ উদ্ধার

কিশোরগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ উদ্ধার

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৬টার দিকে ব্রহ্মপুত্র নদের ব্রিজের কাছে তাদের লাশ ভেসে ওঠে।

মৃতরা হলেন ময়মনসিংহের পাগলা থানার চর শাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।তবে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন একজন।

হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার সকালে ব্রিজের কাছে দুইজনের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।উল্লেখ্য, সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে একটি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ শেষে সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুটি নৌকার সংঘর্ষে একটি নৌকা ডুবে যায়। এতে ওই দুইজনসহ তিনজন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরিদল ঘটনার পর এবং মঙ্গলবার সারাদিন তল্লাশি চালায়।কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় শামীম আলম (৩০) নামে এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। তিনি হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন