সংবাদ পোস্ট ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, কুকুরের লেজ ধরে রাখলে সোজা থাকে, ছেড়ে দিলে যেই সেই। বিএনপি-জামায়াতের একই অবস্থা।
শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন তিনি।
মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বিএনপি-জামায়াতকে যতই ছেড়ে দিয়েছি, তারা আগের অবস্থায় ফিরে যায়। তাদের ছাড় দেওয়া যাবে না। তাদের বাংলার মাটি থেকে ধূলিসাৎ করতে হবে। আমরা মাঠ ছাড়ব না। আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে ঘরে ফিরব।
তিনি বলেন, বিএনপির কোনো ষড়যন্ত্র সফল হবে না। তারেক জিয়ার এজেন্ডা এ দেশে বাস্তবায়ন হবে না। কাজেই ফখরুল সাহেব ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন। আপনারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারবেন না। যত বাধাই আসুক আগামীতে শেখ হাসিনাই ক্ষমতায় আসবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।