শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeখেলাধুলাএশিয়া কাপে থাকছেন না আতাহার আলী খান

এশিয়া কাপে থাকছেন না আতাহার আলী খান

আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় ওয়ানডে ফরম্যাটে ছয় জাতির এবারের টুর্নামেন্টটি আয়োজন করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

পাকিস্তানে আয়োজন হবার কথা থাকলেও সেখানে ক্রিকেট খেলতে যেতে নারাজ ভারত। শেষ পর্যন্ত ফয়সালা হয়েছে হাইব্রিড মডেলে। পাকিস্তানের পাশাপাশি এবারের টুর্নামেন্টে সহ-আয়োজক থাকছে শ্রীলঙ্কা। আয়োজিত টুর্নামেন্টের চারটি ম্যাচ পাকিস্তানে হবে। এছাড়া এশিয়া কাপের বেশির ভাগ ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

এবার এশিয়া কাপের সব কটি ম্যাচ সম্প্রচার করবে স্টার স্পোর্টস। তারাই এবারের আসরের জন্য ধারাভাষ্যকার প্যানেল তৈরি করেছেন। এবারের এশিয়া কাপ যাদের কণ্ঠে শোনা যাবে, তাদের মধ্যে ভারতের সর্বোচ্চ ১১ জন, পাকিস্তানের চারজন এবং ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার একজন করে থাকবেন। তবে সেখানে বাংলাদেশের কেউই নেই।

এবার এশিয়া কাপের সব কটি ম্যাচ সম্প্রচার করবে স্টার স্পোর্টস। তারাই এবারের আসরের জন্য ধারাভাষ্যকার প্যানেল তৈরি করেছেন। এবারের এশিয়া কাপ যাদের কণ্ঠে শোনা যাবে, তাদের মধ্যে ভারতের সর্বোচ্চ ১১ জন, পাকিস্তানের চারজন এবং ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার একজন করে থাকবেন। তবে সেখানে বাংলাদেশের কেউই নেই।

ধারাভাষ্যে-থাকছেন পাকিস্তানের সাবেক দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেল ও বাজিদ খান।

ভারতীয়দের হয়ে ধারাভাষ্যে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার ও সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী, সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার, বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর, সাবেক তারকা অলরাউন্ডার ইরফান পাঠান ও সাবেক ক্রিকেটার দীপ দাশগুপ্ত, হরভজন সিং, সঞ্জয় বাঙ্গার, পীযূষ চাওলা, মোহাম্মদ কাইফ, আদিত্য তারে এবং রজত ভাটিয়া।

এছাড়া শ্রীলঙ্কা থেকে সাবেক তারকা ক্রিকেটার মারভান আতাপাত্তু, ইংল্যান্ডের ডেমেনিক কর্ক ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন থাকবেন এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে।

তবে অংশগ্রহণকারী দেশ বাংলাদেশ ও নেপাল থেকে কেউ থাকবেন না এবারের এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে।

যদিও দিন কয়েক আগে জানানো হয়েছিল, ১২ জনের কমেন্ট্রি প্যানেলে বাংলাদেশের আতাহার আলী খান থাকবেন। তবে এবারের আসর শুরুর ১১ দিন আগে লাল-সবুজের এই কণ্ঠযোদ্ধার থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রচার স্বত্ব পাওয়া স্টার স্পোর্টসের প্রকাশিত ছবিতে নেই আতাহার।

আতাহার আলীর পরিবর্তে অন্য কাউকেও নেওয়া হয়নি। এর ফলে এবারের এশিয়া কাপে বাংলাদেশ থেকে থাকবেন না কেউই।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন