শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারা বাংলারংপুরের হরিদেবপুর ইউনিয়নে ভিজি এফ চাল বিতারণ

রংপুরের হরিদেবপুর ইউনিয়নে ভিজি এফ চাল বিতারণ

রংপুর সদর উপজেলার ২ নং
হরিদেবপুর ইউনিয়নের ৩৪৩৪ টি
হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ
সামগ্রী হিসাবে ১০ কেজি করে
তিজিএফ এর চাল বিতারন করেন
অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারমান
মোঃ ইকবাল হোসেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সুষ্ঠু ভাবে ইউনিয়ন পরিষদের মাঠে বিতারন করা হয় এ ত্রাণের চাল।
এসময় হরিদেবপুর ইউনিয়ন
চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন
উপকারভোগী পরিবারের উদ্দোশে
বলেন, আমার ইউনিয়নে ভোটার
সংখ্যা প্রায় ২০০০ হাজার।
সরকার আমার ইউনিয়নে ভিজিএফ
কার্ডে যা বরাদ্দ দিয়েছেন ক্ষতিগ্রস্থ
পরিবারের সংখ্যার চেয়ে গতবছরের
তুলনায় অতি সামান্য। তাই আমি
প্রতি বছর ঈদ উৎসবে নিজের দক্ষ
থেকে জনগনের পাশে দাড়াই। কিন্তু
সকলের মুখে হাসি ফুটানো একার
জন্য সম্ভব হয়না। তাই বিশেষ করে
ঈদ উৎসবে ভিজিএফ এর বরাদ
বৃদ্ধির জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ও প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর
দাবি জানান তিনি।
 চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সফিকুল ইসলাম, সহকারী শিক্ষা
অফিসার রংপুর সদর ও  ইউপি
সচিব আবু বন্ধুর সিদ্দিক সহ সকল
ইউপি সদস্য বৃন্দ।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন