শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeখেলাধুলানিউজিল্যান্ডের কোচিং স্টাফে হেরাথ

নিউজিল্যান্ডের কোচিং স্টাফে হেরাথ

বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গানা হেরাথ এবার কিছুদিনের জন্য নিউজিল্যান্ডের কোচিং স্টাফে যোগ দেবেন।

সামনেই দক্ষিণ এশিয়ায় ছয়টি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এর প্রথম তিনটিতে নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন শ্রীলঙ্কার স্পিন গ্রেট হেরাথ।

ছোট্ট মেয়াদে নিউ জিল্যান্ডের কোচিং স্টাফে কাজ করবেন ভিক্রাম রাঠোরও। ভারতের সাবেক ব্যাটিং কোচ নিউ জিল্যান্ড দলেও একই দায়িত্ব পালন করবেন।

রাঠোর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের ব্যাটিং কোচ ছিলেন। অন্যদিকে হেরাথ ছিলেন বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে ছিলেন হেরাথ।

নতুন দুই কোচিং স্টাফ সম্পর্কে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘দুজনই বিশ্ব ক্রিকেটে বেশ সম্মানীয় এবং আমি জানি আমাদের ক্রিকেটাররা তাদের কাছ থেকে শেখার জন্য অপেক্ষা করছে।’

বাঁহাতি স্পিনার হেরাথকে নিয়ে স্টিড আলাদা করে বলেন, ‘আমাদের তিনজন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র তিন টেস্টের জন্য উপমহাদেশে রঙ্গনার সঙ্গে কাজ করার সুযোগ পাবে, এটা অনেক উপকারী হবে। আমাদের দুই টেস্টের ভেন্যু গলে রঙ্গনার ১০০-এর বেশির উইকেট আছে, ওই মাঠ নিয়ে তার জ্ঞান অমূল্য।’

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন