রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাচকরিয়ায় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেফতার

চকরিয়ায় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় ছিনিতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় তৈরী বন্দুক, তাজা কার্তুজ, কিরিচ, ছুরি ও রামদাসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের লাল ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে ছিনতাইকৃত ৯টি মোবাইলে সেটও নগদ ১১শত টাকা জব্দ করা হয়।
গ্রেফতার চার ছিনতাইকারী হলেন, উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ইদমনি এলাকার নুরুল আলমের ছেলে আরাফাত হোসেন বাপ্পি (২০), একই এলাকার শরীফ উদ্দিনের ছেলে বদিউল আলম (২০), নুরুল কবিরের ছেলে কামরুল হাসান (১৮) ও ওবায়দুল হক এর ছেলে আবদুল বাছেত (২১)।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুরে চিরিঙ্গা-বদরখালী সড়কের লাল ব্রীজ এলাকায় কয়েকজন দুস্কৃতিকারী সিএনজি অটোরিকশা আটক করে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় মাতামুহুরী তদন্তকেন্দ্রের পুলিশের টহল টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, চার ছিনতাইকারী চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাবনবন্দী দিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন