রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাপ্রধান বিচারপতির ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন

প্রধান বিচারপতির ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন

ময়নামতি জাদুঘর পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শনিবার তিনি কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও তাদের পরিবারের সদস্যরা। পরিদর্শনকালে প্রধান বিচারপতিকে গাইডেড ভিজিট করান ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম।

এসময় আরও উপস্থিন ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এবং পুলিশ সুপার আব্দুল মান্নানসহ জেলার বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মন্তব্য করেন, জাদুঘরে অনেক পুরোনো কীর্তি রয়েছে। সেগুলোই প্রমাণ করে এই অঞ্চল অতীতে কতটা সমৃদ্ধ ছিল। তাছাড়া জাদুঘরের নিদর্শন গুলো সুন্দরভাবে সাজানো ছিল। যা সবাইকে মুগ্ধ করেছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন