শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeজাতীয়ইবাদতের মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম

ইবাদতের মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম

রাজধানীর উপকণ্ঠে কহর দরিয়া খ্যাত টঙ্গী তুরাগ নদের তীরে দেশ বিদেশী লাখ লাখ মুসল্লির পদচারণায় মুখরিত ইজতেমা ময়দান। জিকির আসকার ও ইবাদতের মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে দ্বিতীয় দিন।

আজ শনিবার বাদ ফজর মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। সাথে সাথে বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল মতিন। এরপর বাদ জোহর মাওলানা ইসমাইল, বাদ আছর মাওলানা জুহাইরুল হাছান। বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান করবেন। বাদ আছর যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হবে।

আগামীকাল রবিবার দুপুরের পূর্বে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, আজ শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন দেশের প্রায় কয়েক হাজার বিদেশী মুসল্লি ময়দানে উপস্থিত হয়েছেন। অনেক মুসল্লি এখনো পথে রয়েছেন। ইনশাআল্লাহ কাল রবিবার দুপুরের পূর্বে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন