রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাশাহ আমানতে সিগারেটের প্যাকেটে পাচারের সময় মিলল ১৪ সোনার বার

শাহ আমানতে সিগারেটের প্যাকেটে পাচারের সময় মিলল ১৪ সোনার বার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে করে পাচারের সময় ১৪টি সোনার বার জব্দ করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে বারগুলো উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী দুই নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় বারগুলো উদ্ধার করা হয়।

তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

নিরাপত্তাকর্মীদের ধারণা, স্বর্ণগুলো এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের জি৯-৫২৬ ফ্লাইটে বিমানবন্দরে এসে থাকতে পারে।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টের কনভেনার বেল্টের পাশে অবস্থান নেয় গোয়েন্দা সংস্থার কর্মীরা। পরে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট দেখতে পেয়ে সেটি জব্দ করা হয়। তা খোলার পর সেখান থেকে ১ কেজি ৬৩১ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের ১৪টি সোনার বার জব্দ করা হয়, যার বাজারমূল্য এক কোটি ৪০ লাখ টাকা।

উদ্ধার সোনা বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন