রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাপ্রতীক পেয়ে প্রচারণায় রংপুরের প্রার্থীরা

প্রতীক পেয়ে প্রচারণায় রংপুরের প্রার্থীরা

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সোমবার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য প্রার্থীদের দলীয় প্রতীক দেয়া হয়েছে।

রংপুরের ৬টি সংসদীয় আসনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৯ জন। রংপুর-১ গঙ্গাচড়ায় ৯ জন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ৩ জন, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে ৬ জন, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ৩ প্রাথী রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৮ জন ,রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বতন্ত্র প্রার্থীরা যেসব প্রতীক পেয়েছেন তা হল রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আওয়ামী লীগের আসাদুজ্জামান বাবলু কেটলি, মসিউর রহমান রাঙ্গা ট্রাক, মোশাররফ হোসেন মোড়া,শাহিনুর আলম ঈগল পাখি। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু পেয়েছেন ট্রাক প্রতীক। রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ঈগল মার্কা। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার পেয়েছেন ট্রাক মার্কা। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক এবং আরেক স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী পেয়েছেন কাঁচি মার্কা।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন