রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলা২৮ অক্টোবর নিয়ে চিন্তার কোনো কারণ নেই’

২৮ অক্টোবর নিয়ে চিন্তার কোনো কারণ নেই’

সংবাদ পোস্ট ডেস্ক: আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এ দিনটি স্বাভাবিক দিনের মতোই যাবে বলে উল্লেখ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘২৭ অক্টোবরের পর ২৮ অক্টোবর, এরপর ২৯ অক্টোবর, এভাবেই চলবে, কোনো ব্যবধান নেই। দিনের পর দিন আসবে, কোনো শক্তির ক্ষমতা নেই দিনকে আটকাবার। মানুষ যেভাবে তাঁদের দৈনন্দিন কাজ করছে; করবে। এটা খুব সাধারণ ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই।’

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

পরে রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের সকল দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকার করে; সম্মান করে। অথচ বিএনপি বলে-তার অধীনে নির্বাচন করব না। কীভাবে এ কথা বলেন? এটি আইনের কথা নয়। অন্যায় কথা, এটি গায়ের জোরের কথা!’

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন—সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Al Mahmud Apu
Al Mahmud Apu
Traine Sub-Editor, Sangbad Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন