রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeবিনোদনকামরাঙ্গীরচরের বস্তি থেকে বলিউডে ‘গাল্লিবয়’ রানা

কামরাঙ্গীরচরের বস্তি থেকে বলিউডে ‘গাল্লিবয়’ রানা

পথশিশু রানার উত্থান যেন রূপকথার রাজপুত্রের মতোই। আর সেই রূপকথার রচয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তাবীব। দুজনের ‘গাল্লিবয়’ সিরিজের পরপর তিনটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব কনটেন্ট।

এবার তাবীব-রানা জুটির গাওয়া ‘চাপ নাই’ গানটি ব্যবহার করা হয়েছে বলিউডের ‘কালা’ ওয়েব সিরিজে থিম সং হিসেবে ব্যবহার করা হয়েছে। এর প্রোমোতে শোনা গেল তাদের গান।

একজন সৎ অফিসারের গল্প নিয়ে সিরিজটির গল্প এগিয়েছে। ১৯৮৮ সালের ২১ অক্টোবর বাংলাদেশ-ভারত সীমান্তে একদল সৈনিকের ওপর আকস্মিক আক্রমণে একজন ছাড়া নিহত হন সবাই। শুভেন্দ্র মুখার্জি নামের একজন দৈব্যক্রমে বেঁচে যান। কিন্তু তার বেঁচে যাওয়াটাই কাল হয়। তাকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়। তবুও সে থেমে থাকে না। নিজের দেশের জন্য আদর্শিক লড়াইটা সে জারি রাখে। ৩০ বছর পর সে নতুন নামে সামনে আসে।

সিরিজটিতে অভিনয় করেছেন রোহান বিনোদ মেহেরা, অবিনাশ তেওয়ারি, অনীল চরণজিৎসহ অনেকে। পরিচালনায় আছেন বিজয় নাম্বিয়ার। গত ১৭ সেপ্টেম্বর এটি অবমুক্ত হয়েছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Al Mahmud Apu
Al Mahmud Apu
Traine Sub-Editor, Sangbad Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন