হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ- স্বাধীনতার মহান স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উদ্দেশ্যে জেলা তথ্য অফিস ফেনীর উদ্যোগে ২৮/০৮/২৩ইং সোমবার আলোচনা সভার আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার এস.এম.আল-আমিন।বিশেষ অথিতির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন, মাসিক আঁচল এর সম্পাদক, সাহিদা সাম্য লীনা, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি সাহেদ চৌধুরী, সাপ্তাহিক ফেনীর শক্তির বার্তা সম্পাদক ওমর ফারুক ভূঞা, দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি হাসনাত তুহিন, দৈনিক ঢাকার ঢাক এর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম জাবের, দৈনিক নওরোজ এর প্রতিনিধি এমডি মোশারফ, খোলা কাগজ এর প্রতিনিধি সাদ্দাম হোসেন, চ্যানেল এস এর প্রতিনিধি মোঃআহছান উল্যাহ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি কাজী সালাহউদ্দিন নোমান, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মাসুম বিল্লাহ ভূইয়া প্রমুখ।
অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ ইতিহাস রচনায় জাতির পিতার অবদান,দেশ পুনর্গঠনে তাঁর ভূমিকা,এবং মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরেন।আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।