রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeক্যাম্পাসজাবির উন্নয়ন প্রকল্পের ৫০ শতাংশ কাজ সম্পন্ন

জাবির উন্নয়ন প্রকল্পের ৫০ শতাংশ কাজ সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়নের জন্য ২০১৮ সালে ১৪৪৫ কোটি ৩৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক। এরই মধ্যে প্রকল্পের প্রথম ধাপের কাজ প্রায় শেষ এবং দ্বিতীয় ধাপের কাজ চলমান রয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ভৌত উন্নয়ন কাজের ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প কার্যালয়।

জানা যায়, এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়টিতে আবাসিক হল, লাইব্রেরি, লেকচার থিয়েটার, স্পোর্টস কমপ্লেক্স, গেস্ট হাউস, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টারসহ মোট ২৩টি স্থাপনা নির্মাণ করা হবে। এ ছাড়া অডিটোরিয়াম, মুক্তমঞ্চ এবং শিক্ষার্থীদের ১২টি হলের সংস্কার কাজ, বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ এবং ট্রান্সফরমার স্থাপন, পথচারীদের জন্য নান্দনিক নিরাপদ রাস্তা (সার্কুলার রোড) হওয়ারও কথা রয়েছে।

প্রকল্প কার্যালয় সূত্র জানায়, প্রথম ধাপে ১০তলা বিশিষ্ট ছাত্র-ছাত্রীদের ৬টি আবাসিক হলের কাজ সম্পন্ন হয়েছে। যার চারটি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যেই ২টি হল চালু করা হয়েছে। লোকবল নিয়োগ হলেই বাকিগুলো শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

এ ছাড়া দ্বিতীয় ধাপে লাইব্রেরি, স্পোর্টস কমপ্লেক্স, সমাজবিজ্ঞান অনুষদের সম্প্রসারিত ভবন, গেস্ট হাউজ, লেকচার থিয়েটারসহ ১৪টি নতুন স্থাপনার নির্মাণ কাজের ৩৫ শতাংশ শেষ হয়েছে। এ ছাড়া, অন্যান্য ভৌত উন্নয়নের কাজ চলমান রয়েছে।

তবে দ্বিতীয় ধাপে ১৩৭ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৮৬৩ টাকা ব্যয়ে ১০তলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবন নির্মাণের কাজ শিক্ষার্থীদের বাধার মুখে শুরু করতে পারেনি প্রশাসন। শিক্ষার্থীদের দাবি, দুটি প্রশাসনিক ভবন থাকা সত্ত্বেও তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণ অপ্রয়োজনীয় ও অর্থের অপচয়। তবে প্রশাসনিক দপ্তরগুলোতে জায়গা সংকটের কারণে কাজের ব্যাঘাত ঘটছে বলে দাবি কর্তৃপক্ষের।

এ বিষয়ে প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. নাসির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইতিমধ্যে প্রকল্পের অর্ধেক কাজ শেষ হয়েছে। প্রশাসনিক ভবন ছাড়া দ্বিতীয় ধাপের সব কাজ চলছে। খুব শিগগিরই টারজান এলাকার খালি জায়গায় প্রশাসনিক ভবন নির্মাণের কাজ শুরু হবে। আশা করছি, নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে পারবো।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, সবকিছুই ভালোভাবেই চলছে। প্রকল্প পরিচালক সার্বক্ষণিক দেখভাল করছেন। আশা করছি, নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হবে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন