রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাপাবনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে পাবনা জেলা পরিষদ। বুধবার সকালে সদর উপজেলার হামচিয়াপুর গ্রামে আম ও চালতা গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

পরে জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকনের সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রিন্স এমপি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করার পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। সরকারের পাশাপাশি পরিবেশ বাঁচাতে ব্যক্তি উদ্যোগেও সকলকে বৃক্ষ রোপণের আহবান জানান তিনি।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম বলেন, জেলা পরিষদের উদ্যোগে পাবনায় প্রায় ১২ হাজার ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে মালঞ্চি ইউপি চেয়ারম্যান কবির হোসেন বাবু, জেলা পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ,  যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন