সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাব ‘ স্লোগানকে সামনে রেখে রংপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৩ জুলাই) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীলরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা, দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।