নির্বাচনের আগে আমেরিকাও শেখ হাসিনাকে ফলো করবে বলে মন্তব্য করেছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মোদাচ্ছের আলী।
সোমবার (৫ জুন) দুপুরে রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ‘কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপন’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মোদাচ্ছের আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দূরদর্শী নেতাকে আমেরিকাও ফলো করবে। শেখ হাসিনা তার চিন্তাভাবনায় যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা বিশ্বের কাছে দৃষ্টান্ত। তার নেতৃত্ব বিশ্ববাসী এমনকি আমেরিকাও ফলো করবে।
প্রধানমন্ত্রীর মতো দার্শনিক লোক পৃথিবীতে নেই মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রনায়ক ও দার্শনিক একসঙ্গে পৃথিবীতে নাই। শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যিনি একধারে রাষ্ট্রনায়ক ও দার্শনিক। তার মতো ব্যক্তি কখনই আর আসবে না। আমরা সৌভাগ্যবান শেখ হাসিনার মতো দার্শনিক রাষ্ট্রনায়ক পেয়েছি।
কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতি বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের যে উদ্যোগ গ্রহণ করেছেন তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এমন স্বীকৃতি আর কেউ কখনো পায়নি।
বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী দেশকে পরিচালিত করছেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। প্রধানমন্ত্রী সেভাবেই কাজ করা শুরু করেন। এরই অংশ হিসেবে কমিউনিটি ক্লিনিকের আবির্ভাব হয়,যোগ করেন মোদাচ্ছের আলী।
‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কমিউনিটি ক্লিনিক বাস্তবায়ন করা দরকার। সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর আইডিয়ার কমিউনিটি ক্লিনিকের নতুন মডেল ডিজাইন করেন স্বাস্থ্যমন্ত্রী। যা স্বাস্থ্যখাতকে আরও বেশি আধুনিক ও উন্নত করবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর আবদুল্লাহ প্রমুখ।