রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeজাতীয়জননিরাপত্তা বিভাগের সচিবের মেয়াদ বাড়লো এক বছর

জননিরাপত্তা বিভাগের সচিবের মেয়াদ বাড়লো এক বছর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের চাকরি মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। বুধবার (২৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।

এদিকে নিয়ম অনুযায়ী বুধবার (২৪ মে) তার তার সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও চাকরির মেয়াদ বাড়িয়ে আজ (বুধবার) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতদের শর্তে আগামী ২৫ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে মঙ্গলবার (২৩ মে) জননিরাপত্তা সচিবকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়। সোমবার মোস্তাফিজুর রহমানকে আগামী ২৪ মে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

মোস্তাফিজুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি সিলেট ও ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২ এপ্রিল তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে যোগ দেন।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Abdullah Al Niat
Abdullah Al Niat
স্বপ্ন আকাশ ছোয়া� গন্তব্য বহুদূর � বর্তমানে সাংবাদিক চর্চায় ব্রত �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন