রাতে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন শাড়ি,লুঙ্গি,পাঞ্জাবি বিতরণ করছেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।
গত কয়েক দিন ধরেই চলছে তাঁর এ কার্যক্রম।
সোমবার (১৭ এপ্রিল) রাতেও নগরীর নীলকন্ঠ ও লালবাগ এলাকায় অর্ধ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করেন তিনি।
হঠাৎ রাতে নতুন শাড়ি পেয়ে নীল কন্ঠ এলাকার আমেনা বেগম বলেন, এই ঈদে কাপড় – চোপড় কেনা খুব কষ্টের আছিল।আইজ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর দলের লোক নতুন কাপড় দিলো।
উপহার পেয়ে মাজেদা খাতুন বলেন, ঈদে নতুন শাড়ি পাইছু।মুই অনেক খুশি।নামায পড়ে শেখ হাসিনার জন্য দোয়া করমু।
মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মুরাদ আরও বলেন,গত এক সপ্তাহ থেকে আমি প্রতিদিন খোঁজ নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে যারা প্রকৃত পক্ষে অসহায় তাদের হাতে এই ঈদ উপহার তুলে দিচ্ছি । এখন পর্যন্ত প্রায় ৬ শতাধিক মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ঈদ পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাবো।