রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeবান্দরবানবান্দরবানে বম সোশ্যাল কাউন্সিলে ৮ মরদেহ হস্তান্তর

বান্দরবানে বম সোশ্যাল কাউন্সিলে ৮ মরদেহ হস্তান্তর

রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের খামতাং পাড়ায় দুই পক্ষের গোলাগুলিতে নিহত আটজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে জেলা সদর হাসপাতাল মর্গ থেকে শনিবার দুপুরে মরদেহ গ্রহণ করে বম সোশ্যাল কাউন্সিল। মরদেহগুলো গ্রহণ করেন বম সোশ্যাল কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাল জার বম। এ সময় বম জনগোষ্ঠীর কয়েকজন নারী-পুরুষও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার পাহাড়ের দুই সশস্ত্র গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিকস ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলিতে তারা নিহত হন। নিহতরা কেএনএফের সদস্য। শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

হাসপাতালে মরদেহ হস্তান্তরের সময় ছিলেন রোয়াংছড়ি থানার এসআই জীবন। তিনি বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লাল জার বমের কাছে মরদেহ হস্তান্তর করেন।

এসআই জীবন বলেন, নিহতদের কোনো আত্মীয়স্বজন না পাওয়ায় বম সোশ্যাল কাউন্সিলের কাছে হস্তান্তর করা হয়েছে।

মরদেহ হস্তান্তরের সময় হাসপাতাল মর্গের কাছে আরও কয়েকজন নারী-পুরুষকে দেখা গেছে। সমকালের পক্ষ থেকে জানার চেষ্টা করা হয়েছে তাঁরা নিহতদের আত্মীয়স্বজন কিনা। তাঁরা কোনো উত্তর দেননি। তবে মর্গ থেকে লাশ চাঁদের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় দু’জনকে অঝোরে কাঁদতে দেখা যায়।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন