রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeশিক্ষা ও ক্যাম্পাসঢাবিতে স্থাপন হতে যাচ্ছে রোবটিক্স ল্যাব

ঢাবিতে স্থাপন হতে যাচ্ছে রোবটিক্স ল্যাব

প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অত্যাধুনিক রোবটিক্স ল্যাব স্থাপিত হতে যাচ্ছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দু’দিনব্যাপী ৫ম ‘বাংলাদেশ রোবট অলিম্পিয়াড’ -র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোবটিক্স ল্যাব স্থাপনের কথা বলেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেম, ‘খুব শীগ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইন্জিনিয়ারিং বিভাগে ইনহান্সিং ডিজিটাল গভর্ন্যান্স এ্যান্ড ইকোনমিক প্রজেক্টের আওতায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে রোবটিক্স ল্যাব স্থাপন করা হবে।’

এসময় অন্যন্যদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমান এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন