রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeশিক্ষা ও ক্যাম্পাস৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি কর্ম কমিশন(পিএসসি)৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি তারিখ জানায়। সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ্য করা হয়, চলতি বছরের ২৯ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, ২৯ ডিসেম্বরের আগে পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জানা গেছে, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২২ জুন ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন