রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাঅনিয়মকারীদের বরখাস্ত করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনিয়মকারীদের বরখাস্ত করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গত ৪ অক্টোবর দেশের অধিকাংশ এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ ছিল না। এই ব্লাকআউট পুরোটাই ‘ম্যান ফল্ট’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার রাতে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আসলে এটা ম্যান ফল্ট।

আমি মনে করি এটা হিউম্যান ফল্ট (মানবসৃষ্ট ত্রুটি)। আমাদের যে ব্লাকআউটটা হয়েছে সেটাতে বিপিডিবি লোড ম্যানেজমেন্ট করতে গিয়ে ফেল করেছে। লোডের যে ডিমান্ড ছিল এবং যে উৎপাদন ছিল তাতে ডিমান্ড উৎপাদনের থেকে বেশি ছিল। ডেসকো থেকে আরম্ভ করে সবাইকে বলা হয়েছিল তোমরা কাটডাউন করো, না হলে তোমরা বাধাগ্রস্ত হবা, ফ্রিকুএন্সিতে আরও বেশি ডিস্টার্ব হবে, সেটাই হয়েছে।

ওরা কথা শোনেনি ওরা কন্টিনিউ করেছে, ব্লাকআউট হয়ে গেছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‌‘এ কারণে কতোগুলো মানুষকে আমরা আইডেন্টিফাই করেছি, যারা নির্দেশনা শোনেনি তাদেরকে আমরা স্যাক করব। রবিবারের মধ্যে এগুলোর ব্যবস্থা নেব। এটা ম্যান ফল্ট, এটা কোনো টেকনিক্যাল ফল্ট না’।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন