রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলামিয়ানমারের গোলাবর্ষণে ফের কেঁপে উঠল সীমান্ত

মিয়ানমারের গোলাবর্ষণে ফের কেঁপে উঠল সীমান্ত

বান্দরবান সীমান্তে আবারও মিয়ানমারের অভ্যন্তরে গুলির শব্দ শোনা গেছে। কয়েকদিন বিরতির পর মিয়ানমারের গোলাগুলির বিকট শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশিদের ঘরবাড়ি। সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তের ৩৯ ও ৪০ নম্বর সীমানা পিলারের মাঝামাঝি এলাকায় গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা।

স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে এক সপ্তাহ ধরে মিয়ানমারে কোনো গুলির শব্দ শোনা যায়নি। সন্ধ্যা ৬টার পর সীমান্তের মায়ানমার দিক থেকে হঠাৎ তিনটি গুলির শব্দ শোনা যায়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, তিনি বান্দরবান জেলা সদরে অবস্থান করছেন। সন্ধ্যায় স্থানীয়রা তাকে জানান, মিয়ানমারের রেজু আমতলী সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনা গেছে।

প্রসঙ্গত, বান্দরবানের ঘুমধুম ও তুমব্রুর সীমান্তে ২২ হাজারের বেশি স্থানীয় বাসিন্দা রয়েছে। আর ২০১৭ সালের ২৫ আগস্টের পর সীমান্তের জিরো লাইনে অবস্থান করছে সাড়ে চার হাজার রোহিঙ্গা। গত রোববার (২ অক্টোবর) সকালে মিয়ানমারের বান্দরবানের তুমব্রু সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ফারুক (১৭) নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন