রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাপুকুরের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

পুকুরের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পা ফসকে পড়ে গিয়ে পুকুরের পানিতে ডুবে বাছিরন নেছা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের নতুন দুলাল গ্রামে এ ঘটনা ঘটে। বাছিরন নেছা ওই গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার ভোরে বাছিরন নেছা ঘুম থেকে জেগে নলকূপের পাড়ে যায়। এসময় অসাবধানতাবশত পা ফসকে গিয়ে নলকূপ সংলগ্ন পুকরে পড়ে গিয়ে পানিতে ডুবে যান তিনি। সকালে স্বজনরা তাকে ঘরে না পেয়ে বিভিন্নস্থানে খুঁজতে থাকেন। এরই একপর্যায়ে পুকুরের পানিতে তার মরদেহ ভেসে ওঠে। তখন স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মনোয়ার আলম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নলকূপের পাড়ে পা পিঁছলে পুকুরের পানিতে পড়ে গিয়ে বাছিরন নেছা নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।’

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন